কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকায় নিয়মিত বিভিন্ন বিভাগে লেখকদের লেখা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে সাহিত্য ও সংস্কৃতি পাতায় নিয়মিত প্রকাশিত হচ্ছে মানবজীবনের সকল সমস্যার সমাধান নিয়ে ফারাজী সন্সীর দরবার। এ দরবারে নিয়মিত বসছে
সকলের আসর। সকল ধরনের প্রশ্নের বিজ্ঞ জবাব দিচ্ছেন ফারাজী মুন্সী। আপনার যে কোন সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করুন
kushtiardiganta@gmail.com উত্তর দিবেন ফারাজী মুন্সী।