
স্টাফ রিপোর্টার ॥ মেধা বিকাশের অনন্য শিা প্রতিষ্ঠান দ্যা স্কলারস্ ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়ার বৃহৎ বে-সরকারী বৃত্তি প্রকল্প দ্যা স্কলারস্ ফাউন্ডেশনের এ বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান হয় । অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয় । অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহিত্যিক, লেখক, কলামিষ্ট অধ্যাপক আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম । উল্লেখ থাকে যে, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর কুষ্টিয়া জেলার প্রায় সকল স্কুল ও মাদরাসার ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বৃত্তি পরীা অনুষ্ঠিত এবং মার্চ ২০১৪-এ বৃত্তি পরীার ফলাফল প্রকাশ হয়। উক্ত পরীায় অংশগ্রহণকারী শিক্ষর্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও সাধারন এই তিন ক্যাটাগোরিতে জেলার সর্বোচ্চ মেধাবী ১৯০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্কলারস্ ফাউন্ডেশন এর সদস্য সচিব সবুজ আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালক সোহেল রানা, অন্যতম উপদেষ্টা এড. লিয়াকত আলী, এড.শেখ আজিজুর রহমান, মাজহারুল হক মমিন, সহকারী পরিচালক রেজাউল করিম নয়ন প্রমুখ। বৃত্তি প্রাপ্ত শিার্থীদের মাঝে সনদ পত্র, মূল্যবান বই, কিশোর পত্রিকা, এবং বৃত্তির টাকা প্রদান করা হয় । উল্লেখ্য যে, প্রতি বছরের ন্যায় এ বছরও বৃত্তি পরীার রেজিষ্ট্রেশন ফরম চলতি বছরের আগষ্ট মাসে ছাড়া হবে । ফাউন্ডেশন এর কর্যালয়, প্রতিনিধি ও বিভিন্ন স্কুলে রেজিষ্ট্রেশন ফরম পাওয়া যাবে।