শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

কুষ্টিয়ায় ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে হামলা, শিকসহ আহত ৭

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে আওয়ামী লীগ কর্মীদের হামলায় শিকসহ সাতজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মরিচা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই ঘটনা ঘটে।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা চলার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা সাহাজুল মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগের ১০ থেকে ১২ জন কর্মী অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে অনুষ্ঠানের আয়োজকদের বেধড়ক মারপিট করতে থাকে।

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামীলীগ’র দু’গ্র“পের সংঘর্ষ ॥ গুলি ও ককটেল বিস্ফোরন ॥ আহত-১০

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দীক পরাজিত হওয়ার পর শহরে ব্যাপক তান্ডব শুরু করেছে। বক্কর সিদ্দিকের সশস্ত্র ক্যাডারর
া ধারালো ও ভারী অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামীলীগ’র যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের চাচা উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু (৫০)কে। এরপর মুখে কালো কাপড় বেঁধে মোটরসাইকেল মহড়া দিয়ে বোমা হামলা চালিয়েছে মাহাবুব-উল-আলম হানিফের ভাগ্নে আওয়ামীলীগ নেতা বিটু’র নওদাপাড়াস্থ বাসভবনে। এসময় সন্ত্রাসীরা বাড়ি লক্ষ করে অন্ততঃ ১০টি ককটেল বোমা বিস্ফোরন ঘটায় এবং ৬ রাউন্ড গুলি করে ব্যাপক ভাংচুর করে।

কুষ্টিয়ায় আবারও শহীদ মিনার ভাঙচুর

  স্টাফ রিপোর্টার ॥ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই মাত্র একদিনের ব্যবধানে আবারও কুষ্টিয়ায় শহীদ মিনার ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার ভাঙচুরের এই ঘটনা ঘতে। মাত্র একদিনের ব্যবধানে একই উপজেলার পৃথক স্থানে শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।
এর আগে একই উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুরের অভিযোগে জামায়াত কর্মী শামসুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।