
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা চলার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা সাহাজুল মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগের ১০ থেকে ১২ জন কর্মী অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে অনুষ্ঠানের আয়োজকদের বেধড়ক মারপিট করতে থাকে।
খবর পেয়ে দৌলতপুর থানার উপ-পরিদর্শক এসআই আরিফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় আওয়ামী লীগ কর্মীদের হামলায় শিকসহ অন্তত সাতজন আহত হন।
আহতদের মধ্যে অনুষ্ঠানের সভাপতি ও দৌলতপুর কলে
জের শিক আবুল হোসেন (৪৭) এবং মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক হাসানুজ্জামানকে (৩০) দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুল হক এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে এই ধরনের ঘটনা নজীরবিহীন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি করেন তিনি।
কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ গ্রহণের কথা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন