রবিবার, ২৭ জুলাই, ২০১৪

কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদকের ঈদ শুভেচ্ছা

রহমত, বরকত ও মাগফিরাতের ডালি নিয়ে আমাদের মাঝে এসেছিল মাহে রমজান। এক মাস সিয়াম সাধনার পর আমাদের দুয়ারে উঁকি দিচ্ছে এক মহান খুশির সওগাত-ঈদুল ফিতর। ঈদ-উল ফিতরে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে-ঈদ মুবারক! ঈদ আসে, প্রতি বছর ঘুরে ঘুরে ঈদ আসে আমাদের মাঝে।
মুসলমানদের জন্য আল্লাহপাক দু’টি খুশির দিন হিসেবে মঞ্জুর করেছেন। একটি ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা। এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। সিয়ামের মাঝে রয়ে গেছে মহান রাব্বুল আলামিনের সীমাহীন রহমত, বরকত ও মাগফিরাত। সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর ঘোষিত সেই সকল নিয়ামত আমাদের অর্জন করতে হবে।
সিয়াম থেকে শিা গ্রহণ করে বাকি এগারোটি মাস আল্লাহর নির্দেশমত এবং রাসূল (সা)-এর প্রদর্শিত পথে জীবন পরিচালনা করতে পারলেই কেবল আমরা সফল হতে পারি। ঈদের দিন-বহু প্রতীতি একটি খুশির দিন। এই খুশির কোনো তুলনা হয় না।