শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪

কুষ্টিয়ায় নকল এনার্জী ড্রিংক তৈরীর অভিযোগে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় যৌন উত্তেজক এনার্জি ড্রিংক তৈরীর নকল কারাখানা অবিষ্কার করেছে র‌্যাব সদস্যরা। শহরের মিলপাড়াস্থ আয়েশা কুঞ্জের ৩য় তলায় অবস্থিত ওই কারখানায় অভিযান চালায়। এসময় সেখান থেকে জিনসিন সরবত ও ডাবল হর্স এনার্জি ড্রিংকস নামের বিপুল পরিমান বোতলজাত ড্রিংক, ড্রিংক তৈরীর সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করে। ঘটনাস্থল থে
কে কারখানার মালিক তাজমুল ইসলাম তাজু (৫৫), কেমিষ্ট বসির উদ্দিন (৪৭) ও শ্রমিক নাসিম উদ্দিনকে ৫০) গ্রেফতার করে। শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে ঐ কারখানার সামনে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল অভিযুক্ত কারখানা মালিক তাজমল ইসলাম তাজুর ১ বছর এবং বসির উদ্দিন ও নাসিম উদ্দিনকে ৬ মাস করে কারদন্ড প্রদান করেন। পরে উদ্ধারকৃত নকল মালমাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।

সন্তানসহ আত্মহত্যার হুমকি নূপুরের

 দিগন্ত ডেস্ক ॥ অপহৃত দুই কন্যাকে ফেরত না পেলে জাতীয় প্রেসকাবের সামনে ছোট মেয়েকেসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিন সন্তানের জননী সোনিয়া আক্তার নূপুর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবের সামনে এক মানববন্ধনে পাগলপ্রায় মা এমন কথাই বললেন।
নূপুরের দাব, তিন সন্তানের মধ্যে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯) ও মেজো মেয়ে দিয়া মনিকে (৬) অপহরণ করেছে তারই সাবেক স্বামী মৃত রফিকুল ইসলাম কাজলের ছোট ভাই ও বর্তমান স্বামী আহমেদ আলী রানাসহ পরিবারের সদস্যরা।
নূপুর জানান, তিনি জানতে পেরেছেন বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসকে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ১১নম্বর বিল্ডিংয়ের একটি ফ্যাটে আটকে রাখা হয়েছে। তবে মেজো মেয়ে দিয়া মনির কোনো খোঁজ জানেন না নূপুর।

সন্তানসহ আত্মহত্যার হুমকি নূপুরের

 দিগন্ত ডেস্ক ॥ অপহৃত দুই কন্যাকে ফেরত না পেলে জাতীয় প্রেসকাবের সামনে ছোট মেয়েকেসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিন সন্তানের জননী সোনিয়া আক্তার নূপুর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবের সামনে এক মানববন্ধনে পাগলপ্রায় মা এমন কথাই বললেন।
নূপুরের দাব, তিন সন্তানের মধ্যে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯) ও মেজো মেয়ে দিয়া মনিকে (৬) অপহরণ করেছে তারই সাবেক স্বামী মৃত রফিকুল ইসলাম কাজলের ছোট ভাই ও বর্তমান স্বামী আহমেদ আলী রানাসহ পরিবারের সদস্যরা।
নূপুর জানান, তিনি জানতে পেরেছেন বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসকে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ১১নম্বর বিল্ডিংয়ের একটি ফ্যাটে আটকে রাখা হয়েছে। তবে মেজো মেয়ে দিয়া মনির কোনো খোঁজ জানেন না নূপুর।

সন্তানসহ আত্মহত্যার হুমকি নূপুরের

 দিগন্ত ডেস্ক ॥ অপহৃত দুই কন্যাকে ফেরত না পেলে জাতীয় প্রেসকাবের সামনে ছোট মেয়েকেসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিন সন্তানের জননী সোনিয়া আক্তার নূপুর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবের সামনে এক মানববন্ধনে পাগলপ্রায় মা এমন কথাই বললেন।
নূপুরের দাব, তিন সন্তানের মধ্যে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯) ও মেজো মেয়ে দিয়া মনিকে (৬) অপহরণ করেছে তারই সাবেক স্বামী মৃত রফিকুল ইসলাম কাজলের ছোট ভাই ও বর্তমান স্বামী আহমেদ আলী রানাসহ পরিবারের সদস্যরা।
নূপুর জানান, তিনি জানতে পেরেছেন বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসকে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ১১নম্বর বিল্ডিংয়ের একটি ফ্যাটে আটকে রাখা হয়েছে। তবে মেজো মেয়ে দিয়া মনির কোনো খোঁজ জানেন না নূপুর।

সন্তানসহ আত্মহত্যার হুমকি নূপুরের

 দিগন্ত ডেস্ক ॥ অপহৃত দুই কন্যাকে ফেরত না পেলে জাতীয় প্রেসকাবের সামনে ছোট মেয়েকেসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিন সন্তানের জননী সোনিয়া আক্তার নূপুর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবের সামনে এক মানববন্ধনে পাগলপ্রায় মা এমন কথাই বললেন।
নূপুরের দাব, তিন সন্তানের মধ্যে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯) ও মেজো মেয়ে দিয়া মনিকে (৬) অপহরণ করেছে তারই সাবেক স্বামী মৃত রফিকুল ইসলাম কাজলের ছোট ভাই ও বর্তমান স্বামী আহমেদ আলী রানাসহ পরিবারের সদস্যরা।
নূপুর জানান, তিনি জানতে পেরেছেন বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসকে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ১১নম্বর বিল্ডিংয়ের একটি ফ্যাটে আটকে রাখা হয়েছে। তবে মেজো মেয়ে দিয়া মনির কোনো খোঁজ জানেন না নূপুর।

দৌলতপুরে ডাক্তারের অবহেলায় প্রসূতির মূত্যু ॥ কিনিকে হামলা ও ভাংচুর

কুষ্টিয়া ০৩ জানুয়ারী ১৪ ইং
কুষ্টিয়ার দৌলতপুরে ডাক্তারের অবহেলায় রমা রানী কর্মকার নামে এক প্রসূতির মূত্যু হয়েছে। এঘটনায় বিুব্ধ জনতা নিবন্ধনবিহীন মাহিমা কিনিকে হামলা চালিয়ে ভাংচুর করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আলারদর্গা বাজারে এঘটনা ঘটেছে।
নিহতের পরিবার জানায়, উপজেলার পিয়ারপুর ইউপির হলুদবাড়ীয়া গ্রামের লন কর্মকারের সন্তান সম্ভাবা স্ত্রী রমা রানী কর্মকারকে (২২) এক দালালের মাধ্যমে গতকাল সন্ধ্যায় ওই কিনিকে ভর্তি করে। এ সময় কিনিকের লোকজন কোন পরীা নিরীা ছাড়ায় হাতুড়ে ডাক্তার দিয়ে সিজার অপারেশন করায়। এতে একটি মেয়ে শিশু জন্ম গ্রহন করে। কিন্তু অপারেশনের পর পরই প্রসূতির অতিরিক্ত রক্ত রনে মুত্যু হলে হাতুড়ে ডাক্তার ও কিনিকের লোকজন কিনিক বন্ধ করে পালিয়ে যায়। এ খবর নিহতের পরিবারের মাঝে ছড়িয়ে পড়লে বিুব্ধ জনতা ওই কিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে। তবে সদ্য জন্ম নেয়া শিশুটি বেঁচে রয়েছে।

কুষ্টিয়ার মিরপুরে পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি আঞ্চলিক নেতা ঝন্টু ফকির অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

  কুষ্টিয়া ০৩ জানুয়ারী ১৪ ইং
কুষ্টিয়ার মিরপুরে পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (এম এল লাল পতাকা)’র অঞ্চলিক নেতা হত্যা, বিষ্ফোরকসহ একাধিক মামলার পলাতক আসামী ঝন্টু ফকিরকে (২৭) গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
ভেড়ামারা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সিএ হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঝন্টু ফকিরকে মিরপুর উপজেলার আসাননগর ইদগাহ মোড় থেকে একটি এলজি ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঝন্টু ফকির আসাননগর কাব পাড়ার নাসির ফকিরের ছেলে। নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকাকে সংগঠিত করার জন্য আঞ্চলিক নেতা হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, বিষ্ফোরক আইনেসহ একাধিক মামলা রয়েছে।

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির ৩ নেতা-কর্মী আটক

কুষ্টিয়া ০৩ জানুয়ারী ১৪ ইং
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির তিন-নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জামায়াত কর্মী আশরাফুল ইসলাম (৪৭), বিএনপি কর্মী রবিউল ইসলাম (৩৮) ও আয়ুব হোসেন (৪৬)।
এদিকে, আগামী ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে জেলাটিতে পুলিশের নিষেধাজ্ঞা উপো করে ১৮ দলের নেতাকর্মীরা বিােভ মিছিল করেছে।
এছাড়া শুক্রবার সকালে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন-এর নেতৃত্বে মজমপুর গেট থেকে একটি বিােভ মিছিল বের হয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক প্রদণি করে।