স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় যৌন উত্তেজক এনার্জি ড্রিংক তৈরীর নকল কারাখানা অবিষ্কার করেছে র্যাব সদস্যরা। শহরের মিলপাড়াস্থ আয়েশা কুঞ্জের ৩য় তলায় অবস্থিত ওই কারখানায় অভিযান চালায়। এসময় সেখান থেকে জিনসিন সরবত ও ডাবল হর্স এনার্জি ড্রিংকস নামের বিপুল পরিমান বোতলজাত ড্রিংক, ড্রিংক তৈরীর সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করে। ঘটনাস্থল থে
কে কারখানার মালিক তাজমুল ইসলাম তাজু (৫৫), কেমিষ্ট বসির উদ্দিন (৪৭) ও শ্রমিক নাসিম উদ্দিনকে ৫০) গ্রেফতার করে। শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে ঐ কারখানার সামনে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল অভিযুক্ত কারখানা মালিক তাজমল ইসলাম তাজুর ১ বছর এবং বসির উদ্দিন ও নাসিম উদ্দিনকে ৬ মাস করে কারদন্ড প্রদান করেন। পরে উদ্ধারকৃত নকল মালমাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।
কে কারখানার মালিক তাজমুল ইসলাম তাজু (৫৫), কেমিষ্ট বসির উদ্দিন (৪৭) ও শ্রমিক নাসিম উদ্দিনকে ৫০) গ্রেফতার করে। শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে ঐ কারখানার সামনে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল অভিযুক্ত কারখানা মালিক তাজমল ইসলাম তাজুর ১ বছর এবং বসির উদ্দিন ও নাসিম উদ্দিনকে ৬ মাস করে কারদন্ড প্রদান করেন। পরে উদ্ধারকৃত নকল মালমাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।