
কুষ্টিয়ার মিরপুরে পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (এম এল লাল পতাকা)’র অঞ্চলিক নেতা হত্যা, বিষ্ফোরকসহ একাধিক মামলার পলাতক আসামী ঝন্টু ফকিরকে (২৭) গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
ভেড়ামারা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সিএ হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঝন্টু ফকিরকে মিরপুর উপজেলার আসাননগর ইদগাহ মোড় থেকে একটি এলজি ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঝন্টু ফকির আসাননগর কাব পাড়ার নাসির ফকিরের ছেলে। নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকাকে সংগঠিত করার জন্য আঞ্চলিক নেতা হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, বিষ্ফোরক আইনেসহ একাধিক মামলা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন