বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

চুক্তির 18 বছর পরও পানির ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ


কুদরতে খোদা সবুজ : বাংলাদেশ ভারত পানি চুক্তির 18 বছরেও চুক্তি অনুযায়ী পানি পায়নি বাংলাদেশ। তবু প্রতি বছর চলে চুক্তির আনুষ্ঠানিকতা। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে শুরু হয়েছে পদ্মা নদীতে পানি পরিমাপ। ওয়াটার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন জানান, সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ও ভারতের ৫ সদস্যের বিশেষজ্ঞ টিম পাকশী পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের ৮ হাজার ফিট আপে এই পানির পরিমাপ ও পর্যবেক্ষণ শুরু করেছে। ভারতের প্রতিনিধি দলে রয়েছেন সে দেশের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস কে চতুরবেদী ও সহকারী প্রকৌশলী জি ভেন্যু গোপাল এবং বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন ওয়াটার হাইড্রোলজি বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী রইচ উদ্দিন ও শাখা অফিসার মো: মোফাজ্জল হোসেন। সুত্র জানায়, বাংলাদেশ ভারত পানি চুক্তির 18 বছরেও চুক্তি অনুযায়ী পানি পায়নি বাংলাদেশ। এবারো বাংলাদেশ পদ্মা নদীর পানি ৮-১০ হাজার কিউসেক কম পেয়েছে। চুক্তি অনুযায়ী পানি না পাওয়ায় ফারাক্কার বিরূপ প্রভাবে পদ্মা গড়াই নদীসহ ১৮টি নদী পানি শূন্য হয়ে পড়েছে। পদ্মা নদীতে পানি শূন্যতার কারণে হার্ডিঞ্জ ব্রিজের ১১টি