সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

কুষ্টিয়ায় হরতাল সমর্থনে ১৮ দলীয় জোটের বিােভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ প্রহসনের নির্বাচন বাতিল ও হত্যাকান্ডের ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের বিােভ সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কুমারখালির বিভিন্ন ইউনিয়ন ও কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা খন্ড খন্ড মিছিল সমাবেশে যোগ দেয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা ১৮ দলীয় জোটের
যুগ্ম আহবায়ক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.গোলাম মহাম্মাদ, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এসএম ওমর ফারুক,সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আউয়াল, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সরকারী কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

ফেলানী হত্যার তৃতীয় বার্ষিকী

  বিএসএফ’র গুলিতে নির্মমভাবে নিহত ফেলানীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলে ফেলানীর পরিবারের প থেকে কুড়িগ্রাম নাগেশ্বরীর দণি রামখানা কলোনীটারী গ্রামে তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী ফুলবাড়ীর উত্তর অনন্তপুর সীমান্তে কাঁটাতারের ওপর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় টহলরত চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করেন। ২০১৩ সালের ১৩ আগস্ট পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের কাছে সোনারি বিএসএফের ছাউনিতে বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। স্যা দেন ফেলানীর বাবা নুর ইসলাম, মামা আ. হানিফ, কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জিয়াউল হক খালেদ।
জিজ্ঞাসাবাদ শেষে আদালত মামলার প্রধান আসামি অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন। রায় প্রত্যাখ্যান করে ফেলানীর বাবা ওই বছরের ১১ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারকে চিঠি দেন। এ পর্যায়ে ‘রিভিশন ট্রায়াল’ করার ঘোষণা দেয় বিএসএফ।

কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের হরতাল সমর্থনে মিছিল

 স্টাফ রিপোর্টার ॥ প্রহসনের নির্বাচন বাতিল ও হত্যাকান্ডের প্রতিবিাদে দাবীতে বিএনপির ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন কুষ্টিয়ায় সতস্ফুর্ত ভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে পুলিশি বাধা অতিক্রম করে মিছিল সমাবেশে করেছে কুষ্টিয়া জেলা ১৮ দলীয় জোট।