স্টাফ রিপোর্টার : ‘মানুষ ভজলেই সোনার মানুষ হবি’- এই স্লোগানে বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৪তম তিরোধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আলোচনা, সংগীতানুষ্ঠান ও লালন মেলা। ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন কর
েন। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ লালন গবেষকসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। লালন উৎসবের আজ ৩য় দিন। লালন মাজার পাঙ্গনে বসেছে সাধুদের হাট। ১২৯৭ বঙ্গাব্দের পয়লা কার্তিক মানব ধর্মের প্রবর্তক উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক এই সাধকের মৃত্যুর পর কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়া কমিটি ও লালন একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠান চলে আসছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবারও পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক এই লালন মেলার উৎ্সব পালিত হচ্ছে।
েন। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ লালন গবেষকসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। লালন উৎসবের আজ ৩য় দিন। লালন মাজার পাঙ্গনে বসেছে সাধুদের হাট। ১২৯৭ বঙ্গাব্দের পয়লা কার্তিক মানব ধর্মের প্রবর্তক উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক এই সাধকের মৃত্যুর পর কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়া কমিটি ও লালন একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠান চলে আসছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবারও পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক এই লালন মেলার উৎ্সব পালিত হচ্ছে।