কুষ্টিয়া ০৩ জানুয়ারী ১৪ ইং
কুষ্টিয়ার দৌলতপুরে ডাক্তারের অবহেলায় রমা রানী কর্মকার নামে এক প্রসূতির মূত্যু হয়েছে। এঘটনায় বিুব্ধ জনতা নিবন্ধনবিহীন মাহিমা কিনিকে হামলা চালিয়ে ভাংচুর করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আলারদর্গা বাজারে এঘটনা ঘটেছে।
নিহতের পরিবার জানায়, উপজেলার পিয়ারপুর ইউপির হলুদবাড়ীয়া গ্রামের লন কর্মকারের সন্তান সম্ভাবা স্ত্রী রমা রানী কর্মকারকে (২২) এক দালালের মাধ্যমে গতকাল সন্ধ্যায় ওই কিনিকে ভর্তি করে। এ সময় কিনিকের লোকজন কোন পরীা নিরীা ছাড়ায় হাতুড়ে ডাক্তার দিয়ে সিজার অপারেশন করায়। এতে একটি মেয়ে শিশু জন্ম গ্রহন করে। কিন্তু অপারেশনের পর পরই প্রসূতির অতিরিক্ত রক্ত রনে মুত্যু হলে হাতুড়ে ডাক্তার ও কিনিকের লোকজন কিনিক বন্ধ করে পালিয়ে যায়। এ খবর নিহতের পরিবারের মাঝে ছড়িয়ে পড়লে বিুব্ধ জনতা ওই কিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে। তবে সদ্য জন্ম নেয়া শিশুটি বেঁচে রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে ডাক্তারের অবহেলায় রমা রানী কর্মকার নামে এক প্রসূতির মূত্যু হয়েছে। এঘটনায় বিুব্ধ জনতা নিবন্ধনবিহীন মাহিমা কিনিকে হামলা চালিয়ে ভাংচুর করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আলারদর্গা বাজারে এঘটনা ঘটেছে।
নিহতের পরিবার জানায়, উপজেলার পিয়ারপুর ইউপির হলুদবাড়ীয়া গ্রামের লন কর্মকারের সন্তান সম্ভাবা স্ত্রী রমা রানী কর্মকারকে (২২) এক দালালের মাধ্যমে গতকাল সন্ধ্যায় ওই কিনিকে ভর্তি করে। এ সময় কিনিকের লোকজন কোন পরীা নিরীা ছাড়ায় হাতুড়ে ডাক্তার দিয়ে সিজার অপারেশন করায়। এতে একটি মেয়ে শিশু জন্ম গ্রহন করে। কিন্তু অপারেশনের পর পরই প্রসূতির অতিরিক্ত রক্ত রনে মুত্যু হলে হাতুড়ে ডাক্তার ও কিনিকের লোকজন কিনিক বন্ধ করে পালিয়ে যায়। এ খবর নিহতের পরিবারের মাঝে ছড়িয়ে পড়লে বিুব্ধ জনতা ওই কিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে। তবে সদ্য জন্ম নেয়া শিশুটি বেঁচে রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন