বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

কুষ্টিয়ায় দৈনিক হাওয়া পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রুহুল আমিন গাজী

 স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি
রুহুল আমিন গাজী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মিডিয়ার শত্র“। এ সরকার মতায় আসার পর একের পর এক মিডিয়ার উপর নগ্ন হস্তপে চালিয়েছে। এ সরকার মিডিয়ার বন্ধের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের ইতিহাস তারা ইতিপূর্বে মতায় এসে তাদের মদদপুষ্ট পত্রিকা বাদে সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। তারা ফের মতায় এসে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, দৈনিক আমারদেশ পত্রিকা বন্ধ করে দিয়ে হাজার হাজার মিডিয়া কর্মীদের বেকার করে দিয়েছে। এ সরকার মিডিয়ার ভালো চায় না।
গত মঙ্গলবার দৈনিক হাওয়া পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দৈনিক হাওয়া পত্রিকার প্রকাশক অধ্যাপিকা ফাহিমা রুমীর সভাপতিত্বে ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি কুষ্টিয়া জিলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী রুমী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন, জামায়াতের কুষ্টিয়া জিলা আমীর সাবেক এমপি আব্দুল ওয়াহিদ, ইসলামী বিশ্ববিদ্যায় জিয়া পরিষদের সভাপতি ড. শহিদুর রহমান, ইবি শিক সমিতির সাবেক সভাপতি ড. তোজাম্মেল হোসেন, ড. মিজানুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জাকির ােসেন সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনীতিবীদসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। শেষে প্রতিষ্ঠাব ার্ষিকীর কেক কাটা ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী আরও বলেন, গনতন্ত্র ও আওয়ামীলীগ এক সাথে চলতে পারেনা। তারা দেশ ও জাতির শত্র“। একতরফা ভোট ডাকাতির মাধ্যমে মতায় এসে জনগণের আস্থা হারিয়েছে। জনগণের উপর তাদের অপশাসন চেপে বসেছে। দেশের মানুষ তাদের হাত থেকে মুক্তি চায়।এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন ছাড়া দেশের মানুষের মুক্তি মিলবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন