বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

কুষ্টিয়ায় সম্মিলিত পেশাজীবি পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদুক কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদ ও ১৯ দলের সকল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীব
ি পরিষদ। গত বুধবার সকালে কুষ্টিয়া শহরের এনএস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জিলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী রুমী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এস এম ওমর ফারুক, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও সাপ্তাহিক পথিকৃৎ-এর সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপুুসহ সম্মিলিত পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, বর্তমান সরকার হামলা ও মামলাবাজ সরকার। তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা-মামলা চালিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তারা খুনের নেশায় মেতে উঠেছে। খুন-গুম আজ নিত্য দিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। এ সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। দেশে গণতন্ত্র বলে কিছু নেই। এ সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। ভোট ডাকাতির মাধ্যমে মতায় এসেছে। তারা মতায় এসে চ্যানেল ওয়ান,দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও আমারদেশ পত্রিকা বন্ধ করেছে। মাহমুদুদুর রহমানকে আটক করে কারাগারে বন্দী করে রেখেছে। এখন দৈনিক সংগ্রাম ও নয়া দিগন্ত পত্রিকা বন্ধের পায়তার করছে। তিনি অবিলম্বে বন্ধ মিডিয়া চালু করে মিডিয়া কর্মীদের বেকারত্ব দূর করার আহবান জানান।
এছাড়াও ১৯ দলীয় জোটের সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও আটককৃতদের মুক্তি দাবী করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন