শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

কুষ্টিয়ায় আবারও শহীদ মিনার ভাঙচুর

  স্টাফ রিপোর্টার ॥ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই মাত্র একদিনের ব্যবধানে আবারও কুষ্টিয়ায় শহীদ মিনার ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার ভাঙচুরের এই ঘটনা ঘতে। মাত্র একদিনের ব্যবধানে একই উপজেলার পৃথক স্থানে শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।
এর আগে একই উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুরের অভিযোগে জামায়াত কর্মী শামসুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনকে সামনে রেখে এসব শহীদ মিনার ভাঙচুরের ঘটনা পূর্বপরিকল্পিত কি না সে বিষয়ে সংশয় রয়েছে এলাকাবাসীর।
এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারলেও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানিয়েছেন, এই ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন