শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

কুষ্টিয়ার আলামপুরে ভোট কেন্দ্রে আগুন ॥ বিএনপি নেতা গ্রেফতার

 স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক নিয়ামত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঘরে আগুন দেওয়ার অভিযোগে আনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, কুষ্টিয়া সদর উপজেলা আলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিয়ামত আলী নেতাকে আটক করেছে পুলিশ।
এদিকে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও একতরফা নির্বাচন বাতিল ও বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন মিছিল সমাবেশে করেছে কুষ্টিয়া জেলা ১৮ দলীয় জোট। শনিবার সকাল ১০ বিএনপির জাতীয় নিবার্হী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক দণি করে রাজারহাট মোড়ে সংপ্তি সমাবেশ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.গোলাম মহম্মদ, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদসহ জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।
অপরদিকে শহরের মজমপুরে বিএনপির জাতীয় নির্বহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিনের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করা হয়।

অপরদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে, ফায়ার সার্ভিসের সামনে, বিআরটিসি কাউন্টারের সামনে ও চাঁদাগাড়া মাঠে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যদর্শীরা জানায়, হরতালের সর্মথনে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা এনএস রোডে মিছিল বের করে। মিছিলটি মজমপুর গেটে গেলে পিকেটাররা পাঁচ রাস্তার মোড়ে, ফায়ার সার্ভিসের সামনে ও বিআরটিসি কাউন্টারের সামনে চারটি ককটেল ছুড়ে মারে।
এছাড়াও চাঁদাগাড়া মাঠে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন