
সংসদীয় আসন-৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী আনারস প্রতীকে ৬৪ হাজার ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বিন্দী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আফাজ উদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ২২৭ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৬২৭ জন।
সংসদীয় আসন-৭৭, কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১লাখ ৫ হাজার ৪৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএফ মনোনীত প্রার্থী রকিব উর রহমান খান চৌধুরী লিটন টেলিভিশন প্রতীকে ৯ হাজার ৪১২ ভোট পেয়ে পরাজিত হন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৫৩৮ জন।
সংসদীয় আসন-৭৮, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কুমারখালি উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ নৌকা প্রতীকে ৬২ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সদর উদ্দিন খান কলস প্রতীক নিয়ে ৫৬ হাজার ৪৭৫ ভোট পেয়ে পরাজিত হন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ৩৪৩ জন।
কুষ্টিয়ার ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫১ হাজার ৫শ’ ৮ জন। এর মধ্যে পরুষ ভোটার ৮ লাখ ৭৩ হাজার ১শ’ ২২ জন আর নারী ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৩শ’ ৮৬ জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন