স্টাফ রিপোর্টার ॥
কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী বলেছেন, হরতাল অবরোধ সহ অনেক দুর্যোগের মধ্যেও সঠিক সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ করার জন্য প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। মেয়র বলেন, বর্তমান সরকার শিাকে সব চেয়ে গুরুত্ব দিয়েছে। কারণ শিা ছাড়া জাতি বা নিজের উন্নতি কখনো সম্ভব নয়। আগামীতে এই সরকার মতায় আসলে শিা খাতে আরো উন্নতি হবে। তিনি শিার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নতুন বই নিয়ে সকলেই নিয়মিত স্কুলে আসবে এবং ঠিকমত লেখাপড়া করবে। ভাল করে লেখাপড়া করে তোমরাই একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার ও কর্মজীবনসহ সমাজে প্রতিষ্ঠিত হবে। মেয়র অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনার সন্তানকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলবেন। তারা যেন সমাজ তথা দেশ ও জাতির উন্নয়ন করতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে ৩নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী এসব কথা বলেন। ৩নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকতার জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিকিা মাসুমা সুলতানা, সহকারী শিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ সেবক তরুন হোসেন। অনুষ্ঠান শেষে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে বই তুলে দেন মেয়র আনোয়ার আলী ও স্কুলের সভাপতি আকতার জাহান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন