স্টাফ রিপোর্টার ॥ পুলিশী বাধার মুখে কুষ্টিয়ায় অবরোধের সমর্থনে ১৮ দলীয় জোটের বিােভ মিছিল হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিনের নেতৃত্বে জোটের নেতা-কর্মীরা শহরের মজমপুর গেট থেকে একটি মিছিল নিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক প্রদণি করা জন্য বের হয়। এ সময় মিছিলটি কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সেখানে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে অবরোধকারীরা বাধ্য হয়ে সেখান থেকে মিছিল নিয়ে পুনরায় মজমপুর গেটে এসে এক সমাবেশে মিলিত হয়।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিােভ মিছিল বের হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক প্রদণি করে। এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হতে গেলে পুলিশ বাধা প্রদান করে। বিােভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলো জেলা বিএনপি জামায়াতসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।এদিকে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক পুলিশ মোতায়েন করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন