রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

কুষ্টিয়ার চাপড়ায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত-১৫

স্টাফ রিপোর্টার ॥ চর দখলকে কেন্দ্র করে কুষ্টিয়া কুমারখালীর চাপড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে আইনাল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। রেবাবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, গত বছর চর চাপড়া গ্রামে চরদখলকে কেন্দ্র করে স্থানীয় আকবর আলী মেম্বর ও নেহের আলী-বদি হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। এর জের ধরে ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে আকবর আলী মেম্বর ও নেহের আলী-বদি হোসেন গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। সংঘর্ষে প্রতিপরে আঘাতে নহের আলী-বদি হোসেন গ্রুপের সমর্থক আইনাল হক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। তারা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। রাতেই মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আইনাল শেখ চড়চাপড়া গ্রামের নিহত মৃত রিয়াজ উদ্দিন শেখের ছেলে।

কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, চর চাপড়া গ্রামে স্থানীয় দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষে রোববার রাতে আইনাল হক নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে দোষীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বছর ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি সোমবার রাত ১০ টার সময় চর চাপড়া গ্রামে এই দুই গ্রপের সংঘর্ষে সাহেব আলী নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছিল।
এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় লুটের ঘটনাো ঘটেছে। এতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন