বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

কুষ্টিয়ায় পুলিশের বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল


 স্টাফ রিপোর্টার = জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধ সংসদ গঠন করার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়ায় ১৯ দলীয় জোটের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিণ করে বড় বাজার রেল গেটে সমাবেশে মিলিত হয়। মিছিলের শুরুতেই পুলিশ কালো পতাকা ব্যবহারে বাধা প্রদান করে। বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করে নেতৃবৃন্দ। মিছিলে বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল, ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও মিছিলে অংশ গ্রহণ করেন ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ। 
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন, জামায়াতের সদর থানা আমীর মোহাম্মদ আলী, কুমারখালী থানা জামায়াতের সেক্রেটারী কামারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে বড় বাজার রেল গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন