শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

কুষ্টিয়ায় ১৯ দলের বিক্ষোভ সমাবেশ

  স্টাফ রিপোর্টার ॥ ৫ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও কালো পতাকা মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা ১৯ দলীয় জোটের উদ্যাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, এ্যাড.গোলাম মহম্মদ, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুতুব উদ্দিন আহমেদ, এসএম ওমর ফারুকসহ বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় মেহেদী রুমী বলেন, ৫ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনে জাল ভোটের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী সরকার অবৈধভাবে মতায় এসেছে। গণআন্দোলনের মাধ্যমে জনগণের ভোটধিকার নিশ্চিত করে সরকারের পতন ঘটানো হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন