
জিরপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আব্দুল জব্বার নাজিরপুর গ্রামের খোকা মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, নাজিরপুর গ্রামের আজাহার মন্ডলের সাথে জমি নিয়ে জহুরুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। সকালে আজাহার মন্ডলের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান লাগাচ্ছিলেন। এ সময় জহুরুল ইসলামের ২০-২৫ লোক লাঠিসোঁটা নিয়ে জমিতে গিয়ে বাধা দেয়। এক পর্যায়ে দুই পরে মধ্যে সংঘর্ষে আজাহার পরে আব্দুল জব্বারসহ ৮ জন আহত হন। এদের মধ্যে আব্দুল জব্বার মন্ডলকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায় জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন