
প্রত্যদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কবুরহাট কদমতলা গ্রামের আকবর আলীর কন্যা সাথী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এমন সময় আলমডাঙ্গা-থেকে কুষ্টিয়াগামী গরীবুল্লাহ দ্রুতগামী পরিবহন ওই শিশুটিকে ধাক্কা দেয়। এতে ওই শিশুটি রাস্তার উপর ছিটকে পড়ে। ওই বাস চাপায় ঘটনা স্থলেই শিশুটি মারা যায়।
স্থানীয়রা বাসটিকে আটকানোর চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ছাইয়ের স্তুপের মধ্যে পড়ে গেলে স্থানীয় জনতা বাসটি ভাংচুর করে। পরে এলাকাবাসী প্রায় ২ ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার উভয় পার্শ্বে ব্যাপক যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্তণে আনে।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে আটক করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন