মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

পোড়াদহে মেধাবী ছাত্রদের শীতবস্ত্র দিলো সাফ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার তেঘরিয়া আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ও গরীব ছাত্রছাত্রীদের মাঝে সোয়েটার ও কার্ডিগান বিতরণ করলেন সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন আওয়ামী নেতা ডাঃ
এম এ করিম, পোড়াদহ তেঘরিয়া আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকিাসহ শিক/শিকিাবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন