বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া ০৮-০১-১৪ ইং ॥ প্রহসনের নির্বাচন বাতিল ও হত্যাকান্ডের প্রতিবাদে ১৮ দলীয় জোটের হরতালের টানা ৩য় দিন কুষ্টিয়ায় সতস্ফুর্তভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে পুলিশি বাধা অতিক্রম করে মিছিল সমাবেশে করেছে কুষ্টিয়া জেলা ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার সকালে বিএনপির জাতীয় নিবার্হী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে
কুষ্টিয়া রাজবাড়ী সড়কে কুমারখালীর দবির মোল্লার গেট অতিক্রম কালে পুলিশ বাধা প্রদান করে পরে পার্শ্ববর্র্তী লাহিনী বটতলায় পুলিশি ব্যারীকেডের মধ্যে সমাবেশ করে। এরপর আবারো মিছিল সহকারে শহর প্রদনি করে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।

অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিনের নেতৃত্বে শহরের মজমপুরে মিছিল সমাবেশ করে। এছাড়াও শহর শিবির ও জেলা শিবিরের নেতৃবৃন্দ বিােভ মিছিল করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন