বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা পোশাক শিল্পে শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে

 স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের পোশাক খাত যেভাবে এগিয়ে যাচ্ছে, সে গতি ধরে রাখতে পারলে জিএসপি সুবিধায় ছাড় দেয়া ছাড়াও আমেরিকা এ শিল্পের উন্নয়নে আরো অনেক কিছু করতে প্রস্তুত। পোশাক শিল্পে শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে। মজিনা দণি-পশ্চিমাঞ্চলের ৬টি জেলা সফর শেষে বৃহস্পতিবার বেলা ২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, রানা প্লাাজা ট্রাজেডির মতো হৃদয় বিদারক ঘটনা যাতে আর না ঘটে সে দিকে বাংলাদেশ সরকারকে নজর দিতে হবে। সেই সাথে পোশাক কারখানার কাঠামোগত উন্নয়ন ও শ্রমিক অধিকার রায় বাংলাদেশকে আরো কাজ করতে হবে। তিনি বলেন, পৃথিবীর বড় বড় পোশাক ক্রেতারা বাংলাদেশের যেসব

শুক্রবার, ৯ মে, ২০১৪

কুষ্টিয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভায় মাহবুব উল আলম হানিফ বিরোধী অপশক্তি আজ সুপরিকল্পিতভাবে দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতেতে উঠে পড়ে লেগেছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মতায় এসে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সরকার কৃষকদের বিনামুৃল্যে সার-বীজ, কৃষি উপকরণ বিতরণ করাসহ কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা করেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।