শুক্রবার, ৯ মে, ২০১৪

কুষ্টিয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভায় মাহবুব উল আলম হানিফ বিরোধী অপশক্তি আজ সুপরিকল্পিতভাবে দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতেতে উঠে পড়ে লেগেছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মতায় এসে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সরকার কৃষকদের বিনামুৃল্যে সার-বীজ, কৃষি উপকরণ বিতরণ করাসহ কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা করেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আজ সুপরিকল্পিতভাবে দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃিততে উঠে পড়ে লেগেছে। নতুন নতুন মনগড়া তথ্য উপাত্ত উপস্থাপন করে নির্লজ্জের মতন তা প্রচার করছে। কিন্তু দেশের মানুষকে বোকা বানিয়ে প্রকৃত ইতিহাস ও সত্যকে মুছে ফেলা যাবেনা।
তিনি আরও বলেন, এই বাংলাদেশে যা অর্জন সব অর্জন বাংলাদেশ আওয়ামীলীগ করেছে। ৭৫‘র পর এদেশে একটি অশুভ শক্তি ভর করেছিল আজ তা কেটে গেছে। বাংলাদেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ন। বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল আজ তা পূরন হয়েছে যা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারনে। আজকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে তারা কারা যারা ৭১ সালে এদেশের নিরীহ মানুষের উপর বর্বর নির্যাতন,অঙ্গিসংযোগ করেছিল। আপনারা দেখেছেন কয়েক মাস আগে আমাদের বিরোধীদল বিএনপি সাধারন মানুষের উপর কি ধরনের নির্যাতন চালিয়েছে। তারা কল্যানের রাজনীতি করে না। এটা বুঝতে পেরে যারা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করছেন আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমি তাদের সাধুবাদ জানায়।
কুষ্টিয়া জেলা কৃষকলীগের সভাপতি মতিয়ার রহমান মজনুর সভাপতিত্ব এসময় কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবীদ সমীর চন্দ্র, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, গাজী মোঃ জসীম উদ্দিন, শাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদত আজগর আলী, সহ-সভঅপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক আজব আলীসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি/সম্পাদকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ও বিএনপি নেতা জামাল উদ্দিন প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে মাহবুব আলম হানিফের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন