
এদের মধ্যে সুবেদার মহিউদ্দিন, ল্যান্স নায়েক শফিউল ইসলাম ও সিপাহী আব্দুল হালিমসহ ৪ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
হেলিকপ্টারযোগে রোববার সকাল ৮টার দিকে তাদের ঢাকায় আনা হয়।
রোববার ভোরে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়ার কা
নাবিলির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া বিজিবি সেক্টরের জিএসওটু মেজর মোঃ তারেক মাহমুদ সরকার জানান, রোববার রাতে পাশ্ববর্তী ঝিনাইদহ জেলায় বিশেষ অভিযান চালিয়ে আটককৃত অবৈধ মালামাল নিয়ে কুষ্টিয়া সেক্টর মিরপুরে ফেরার পথে ভোর রাত ৫ দিকে কুষ্টিয়া শহরতলী কুষ্টিয়া-পাবনা সড়কের জুগিয়া-পালপাড়া নামক স্থানে পিক-আপ ভ্যানটির (নং কুষ্টিয়া-ঠ ১১-০০১১) টায়ার বিষ্ফোরন ঘটে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঐ গাড়ীতে থাকা কুষ্টিয়া বিজিবি সেক্টরের সুবেদার মহিউদ্দিন (৬৫), নায়েক মিজানুর রহমান (৪৫), ল্যান্স নায়েক আব্দুল হালিম (৩৫), ল্যান্স নায়েক ওবায়দুর রহমান (৩৮), ল্যান্স নায়েক শফিকুল ইসলাম (৩৯) ও ল্যান্স নায়েক সিরাজুল ইসলাম (৩৫) আহত হন। তাৎনিক তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সুবেদার মহিউদ্দিন, ল্যান্স নায়েক আব্দুল হালিম, ল্যান্স নায়েক ওবায়দুর রহমান ও ল্যান্স নায়েক শফিকুল ইসলামকে ভোরেই হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইসে রেফার্ড করা হয়। নায়েক মিজানুর রহমান ও ল্যান্স নায়েক সিরাজুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত বিজিবির পিক-আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন