রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

দৌলতপুরে বায়েজিদ ম্যাচে আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরীতে আগুনে ঝলসে যাওয়া শ্রমিক আব্দুস সাত্তার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গেছে। সে পাশ্ববর্তী সোনাইকুন্ডি লস্করপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরী কর্তৃপ ও প্রত্যদর্শীরা জানায়, গত ১৩ এপ্রিল বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরীতে অসাবধানতাবশত বারুদ থেকে আগুন লেগে গেলে শ্রমিক আব্দুস সাত্তারের শরীর ঝলসে যায়। ফ্যাক্টরী কর্তৃপ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে মারা সে মারা যায়। স্থানীয়রা জানান, আগুন লাগার বিষয়টি বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরী কর্তৃপ গোপন রেখে আব্দুস সাত্তার কে গোপনেই চিকিৎসা করাচ্ছিল। তাছাড়া ফ্যাক্টরী কর্তৃপরে উদাসীনতার কারণে প্রায়ই অগ্নিকান্ড ও প্রাণহানীর ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন