
স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা পালিত হয়েছে। সকালে ঈদগাহে নামাজ আদায় শেষে মুসলমানরা দেশ ও জনগণের শান্তি কামনা করেছে। কায় মোনাজাতের মাধ্যমে নিজ অপরাধের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছে। দেশ ও দেশের জনগণ যাতে শান্তি সুখে থাকে। দেশের উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। নামাজ শেষে আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে কোলাকুলি মোলাকাত করেছে। অনেকেই আপনজনদে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছে। শেষে কোরবানী করেছে।
আল্লাহর সন্তুষ্টির জন্য এ কোরবানীর মাধ্যমে মুসলিম সম্প্রদায় নিজের ভীতরকার পশুত্ব শক্তি, রিপুকে দমন করছে। শুধু তাই নয় এ কোরবানীর মাধ্যমে মানুষ গরীব, দুঃখী ও আত্মীয় স্বজনদের হক আদায়ের চেষ্টা করছে। এ ঈদের আনন্দ গরীব দুঃখী মানুষের সাথে ভাগাভাগি করে সকলের প্রতি সৌহাদ্য সহানুভূতি ভালোবাসার বন্ধন তৈরি করুক এ কামনা মুসলমানদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন