
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অস্ত্রসহ ওই আসামীকে আটক করে।
র্যাব-১২ জানায়, র্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বড়বড়ি গ্রামে অভিযান পরিচালনা করে বড়বড়ি ও খলিশাকুন্ডি গ্রামের চলমান মাটির রাস্তার ডুমুরতলা নামক স্থানে কাচা রাস্তার উপর হতে অস্ত্র ব্যবসায়ী মোঃ রইলদ্দিন (৩৯), পিতা মোঃ তাহির উদ্দিন, সাং-বড়বড়ি, থানাঃ মিরপুর, জেলাঃ কুষ্টিয়াকে বিদেশী তৈরী ০১ (এক) টি সিলভার রংয়ের ৭.৬৫ এমএম পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন, ০৩ (তিন) রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ ধৃত আসামীর বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন