শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

কুষ্টিয়া সদর উপজেলা ১৮ দলীয় জোটের বিােভ সমাবেশ

সংখ্যালঘুদের উপর বিএনপি-জামায়াত নয়, আওয়ামীলীগই হামলা ও লুটপাট করছে
-আব্দুল ওয়াহেদ
৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন করে মহাজোটের মতায় থাকার কোন সুযোগ নেই
-অধ্য সোহরাব উদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ প্রহসনের নির্বাচন বাতিল, নেতা-কর্মী হত্যা, মিথ্যা মামলা ও গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়া শহর ও সদর থানা ১৮ দলীয় জোটের উদ্যোগে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা মোল্লাতেঘরিয়া মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা ১৮ দলীয় জোটের যুগ্ম আহবায়ক সদর থানা ১৮ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর জেলা ১৮ দলীয় জোটের যুগ্ম আহবায়ক সাবেক এমপি আব্দুল ওয়াহেদ। সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.
খাদেমূল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহর বিএনপির সভাপতি হাফিজুর রহমান হেলাল, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর জেলা ১৮ দলীয় জোটের যুগ্ম আহবায়ক অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, সদর থানা জামায়াতের আমীর মোহম্মদ আলী, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক, যুগ্ম সম্পাদক হাজী রবিউল আওয়াল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক অ্যাড. শামিম উল হাসান অপু, শহর বিএনপির সহ-সভাপতি আতাহার হোসেন তারা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মুক্তার, সদর থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক প্রভাষক শাহিনুর রহমান শাহিন, জিয়ারখী ইউনিয়ন বিএনপি সভাপতি জিয়াউর রহমান জিয়া, বারখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য আব্দুল ওয়াহেদ বলেন, অবৈধ নির্বাচনের পর আওয়ামীলীগ নিজের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালিয়ে অন্যদের উপর দোষ চাপাচ্ছে। সংখ্যালঘুদের উপর বিএনপি জামায়াত নয়, আওয়ামীলীগই হামলা ও লুটপাট করছে। বিএনপি জামায়াত সকল ধর্মের নিরাপত্তা দিতে পারে। বিএনপি জামায়াত যখন মতায় ছিলো তখন কখনো সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়নি। কিন্তু আ’লীগ মতায় এসেই সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন চালাচ্ছে। তার প্রমাণ বিশ্বজিৎকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আ’লীগের ছাত্রলীগের ক্যাডাররা। জনগণ যেকোন মূল্যে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলবে।
সভাপতির বক্তব্যে অধ্য সোহরাব উদ্দিন বলেন, ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন করে মহাজোটের মতায় থাকার কোন সুযোগ নেই। বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচারীর ঠাঁই হবে না। বাংলাদেশের জনগণ এইসব স্বৈরাচারীকে বিতাড়িত করতে প্রস্তুত রয়েছে। এ অবৈধ সরকারের মতার জোর বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। এই অবৈধ সরকার দেশের জনগনের গণতান্ত্রিক আন্দোলন ও ভোটাধিকার নস্যাৎ করেছে। সরকার বিরোধী দলের উপর যতই অন্যায় অত্যাচার করুক জনগণ তাদের এই ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। হামলা মামলা নির্যাতন করে করে গণ আন্দোলন রোধ করা যাবে না। দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প থেকে ৫ তারিখের একদলীয় প্রহসনের ভোটারবিহিন নির্বাচনকে ধিক্কার জানিয়েছে। আন্তর্জাতিক মহলের প থেকেও একই কথা বলা হয়েছে তারা বলেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হলো নিরপে ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন।
মিছিল ও সমাবেশে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, শহর বিএনপি, সদর থানা বিএনপি, জেলা জামায়াত, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবকদল, শহর যুবদল, সদর থানা যুবদল, জেলা ছাত্রদল, শহর ছাত্রদল, কলেজ ছাত্রদল, সদর থানা ছাত্রদল, শহর ছাত্র শিবির, শহর স্বেচ্ছাসেবকদল, সদর থানা স্বেচ্ছাসেবকদল, জেলা শ্রমিকদল, শহর শ্রমিকদল, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাসহ সদর উপজেলা ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন