
এখান থেকে পুলিশ ১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় পুরো ভেড়ামারা আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের বাস ভবন ল
করে ককটেল’র বিষ্ফোরন ঘটায় দৃবৃত্তরা। ককটেল বোমাটি বাসভবনের অদুরে বিস্ফোরিত হয়। এসময় খেলতে থাকা দুই শিশু আহত হয়। এর কিছুন পরে কাচারীপাড়া এলাকায় ভেড়ামারা পৌর বিএনপির সহ-সভাপতি হাজী নুর ইসলামের বাসভবনের সামনে ৪টি ককটেল বিষ্ফোরন ঘটায় দূর্বৃত্তরা। বিকট শব্দে ৩টি বোমা বিস্ফোরিত হয় এবং ১টি বোমা অবিস্ফোরিত থেকে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার সহ আলামত জব্দ করে।
অধ্যাপক শহীদুল ইসলাম জানিয়েছে, রাম দা হাতে নিয়ে প্রতিপ দলের সন্ত্রাসীরা মোটরসাইকেল মহরা দিয়ে এসে আমার বাড়ি ল্য করে ককটেল বোমা ছুড়ে মারে। এসময় দুই শিশু আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে
আলামত জব্দ করে। তিনি এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ রির্পোট লেখা পর্যন্ত ভেড়ামারা থানায় মামলার প্রস্তুতি চলছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন